Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
দখলকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার ইসরায়েলের সঙ্গে সংযুক্তির পক্ষে নেসেটে পাস হওয়া প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্রেরই অংশ।
বিবৃতিতে বলা হয়, “গাজায় চলমান গণহত্যা এবং পশ্চিম তীরে নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে এই প্রস্তাব ইসরায়েল সরকারের দখলদার মনোভাব এবং ফিলিস্তিনকে একটি জাতি ও রাষ্ট্র হিসেবে মুছে ফেলার অপচেষ্টারই প্রতিচ্ছবি। এই ইহুদিবাদী সরকার জাতিসংঘের প্রস্তাবসহ আন্তর্জাতিক আইনকে ঘৃণাভরে উপেক্ষা করছে।”
ইরান সকল জাতি ও আন্তর্জাতিক সংস্থাকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজা ও পশ্চিম তীরে চলমান গণহত্যা এবং যুদ্ধাপরাধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ইসরায়েলের আগ্রাসনকে উৎসাহিত করছে, যা পুরো অঞ্চলে আরও সংঘাত ডেকে আনবে।
ইরান বিশেষভাবে মুসলিম দেশগুলোকে আহ্বান জানায়—ইসরায়েল ও তাদের পৃষ্ঠপোষকদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, অবিলম্বে গণহত্যা ও দখলদার নীতি বন্ধে বাধ্য করতে।
এর আগে বুধবার নেসেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে প্রস্তাব অনুমোদন করে। এতে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের জন্য ‘অস্তিত্বগত হুমকি’। প্রস্তাবের অংশ হিসেবে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা সংযুক্তির আহ্বান জানানো হয়।