29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

‘আমার ছেলেরে আমি সবসময় আইনস্টাইন বলে ডাকতাম’- বললেন সায়ানের আব্বু শিক্ষক ইউসুফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
দুপুরে শায়ানের লাশবাহী গাড়ি বাড়ির সামনে আসে। গাড়ি শব্দ শুনেই কাঁদতে কাঁদতে ছুটে আসছিলেন তিনি। এসময় কয়েকজন তাকে ধরে রাখেন। এরপর তিনি তাদের ভেদ করে সায়ানের লাশবাহী গাড়ির কাছে ছুটে যেতে যান। সবাই তাকে বুঝিয়ে বাড়ির ভেতর দিকে নিয়ে গেলেও কান্না থামেনি তার।
শায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউসুফও আসেন। গাড়ি থেকে নামতেই বন্ধু ও স্বজনদের জড়িয়ে কাতর হয়ে পড়েন তিনি।
আর সবাইকে বলছিলেন, ‘আমিতো কারো ক্ষতি করি নাই। আমার ছেলে মেধাবী ছিল। ক্লাসে সে প্রথম হতো। এতো সুন্দর, এতো স্মার্ট ছিল। আমার ছেলেরে আমি সবসময় আইনস্টাইন বলে ডাকতাম। কখনো দুষ্টামি করেও মিথ্যা কথা বলি নাই। আমার সঙ্গে কেন এমন হল’।
- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...