Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
টালিউডের আলোচিত সাবেক জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী নয় বছর পর আবারও পর্দায় ফিরছেন একসঙ্গে। তাদের অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। সিনেমা ঘিরে প্রচারে ব্যস্ত তারকা জুটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দীর্ঘদিন আগে প্রেমে জড়িয়েছিলেন তারা। ভালোবাসা থেকে বিচ্ছেদ—সবই ছিল আলোচনায়। তবে একসময় নীরবতায় ঢাকা পড়েছিল সম্পর্কের সমাপ্তি। এখন দুজনেই জীবনের নতুন অধ্যায়ে। শুভশ্রী সফল সংসারী—স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তান নিয়ে সুখী জীবন পার করছেন। অপরদিকে দেব শুধু সফল অভিনেতাই নন, জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, “শুভশ্রী একজন নারী হিসেবে যে দায়িত্ব, ক্যারিয়ার এবং সংসার একসঙ্গে সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি সহজ নয়।”
শুভশ্রীও চুপ থাকেননি। বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমন নয়। তবে আমি ধন্যবাদ জানাই—আমার পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেব খুব ভালো কাজ করছে।”
প্রেম থেকে বিচ্ছেদ, তারপর দীর্ঘ বিরতি—সবকিছু পেছনে ফেলে সিনেমা ‘ধূমকেতু’ যেন দুই তারকার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার নতুন সূচনা। ভক্তদের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। ৯ বছর পর তাদের রসায়ন পর্দায় কতটা সাড়া ফেলবে, তা জানার অপেক্ষায় টালিউড দর্শক।