Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডকে পেছনে ফেলেছেন তিনি। আজ, ২৫ জুলাই, মোদির প্রধানমন্ত্রিত্বের ৪,০৭৮তম দিন।
ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪,০৭৭ দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মোদি। এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠলেন ভারতের দ্বিতীয় দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রীও মোদি।
২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৯ ও ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
মোদি এখন একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পরপর তিনটি নির্বাচনে নিজের দলকে জয়ী করতে পেরেছেন। ২০১৪ সালে বিজেপি এককভাবে ২৭২টি আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৩০৩-এ। যদিও ২০২৪ সালের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে এনডিএ জোটের মাধ্যমে মোদি ক্ষমতায় ফিরে আসেন।
নরেন্দ্র মোদি এর আগে গুজরাটেরও সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন (২০০১–২০১৪)। এখন তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন উচ্চতায়।