Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
‘মাইলস’ ব্যান্ডের প্রখ্যাত ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ ২০২৪ সালের ২৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। এক বছর পর তাকে স্মরণ করে আসিফ লেখেন, “৯৪ সালে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম। কুমিল্লায় ব্যান্ড গঠনের উন্মাদনায় এক স্যার বলেছিলেন—তুমি কি হামিন-শাফিন হতে পারবা? আমি বলেছিলাম, অন্তত আসিফ তো হতে পারবো।”
আসিফ জানান, মৃত্যুর দিন তিনি ছিলেন পর্তুগালের লিসবনে এক কনসার্টে। দেশে না থাকায় এবং ইন্টারনেট সংযোগ না থাকায় খবর পেতে দেরি হয়। ফেসবুকে ঢুকে শাফিন আহমেদের মৃত্যুসংবাদ দেখে হতবাক হন তিনি। সে রাতে একা পার্কে বসে কষ্ট কাটিয়েছেন বলে উল্লেখ করেন এই সংগীত তারকা।
শাফিন আহমেদের সঙ্গে সম্পর্কের কথা স্মরণ করে আসিফ আরও লেখেন, “উনার বহু গান আমি স্টেজে গেয়ে নিজেকে তৈরি করেছি। খুব বেশি দেখা না হলেও মোবাইল টেক্সটে কথা হতো, তিনি ছিলেন স্নেহশীল।”
পোস্টের শেষাংশে আসিফ আরও জানান, তরুণ মুন্সীর সুরে এক গান প্রযোজনা করেছিলেন, যেখানে শাফিন আহমেদ ভয়েস দিয়েছিলেন। গানটি আজও অপ্রকাশিত।
আসিফ লেখেন, “শাফিন ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।”