27.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

চুমু বিতর্ক, বন্ধুকে পাকা খেলোয়াড় বললেন অভিজিৎ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মঞ্চে গান গাওয়ার মাঝেই নারী অনুরাগীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ভারতীয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। বলা বাহুল্য, একজন বর্ষীয়ান গায়কের এমন আচরণে ক্ষুব্ধ সকলে। সঙ্গে গায়ককে নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। এমন বিতর্কের মাঝেই উদিতকে ‘খেলোয়াড়’ বলে বাহবা দিলেন আলোচিত গায়ক অভিজিৎ ভট্টাচার্য।
এর আগে উদিতের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, উদিতের পারফর্মের সময় সেলফি তুলতে আসেন কয়েক নারী অনুরাগী। এ সময় তাদের দিকে এগিয়ে যান উদিত। এরপর গায়ক সেই নারীর ঠোঁটে চুমু খেয়ে বসেন। আর সে থেকেই সমালোচনার পাত্র হন গায়ক।

এবার সেই বিতর্কের মাঝেই উদিতের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন গায়ক অভিজিৎ। সামাজিক মাধ্যমে উদিতের সঙ্গে ভিডিও পোস্ট করে রসিকতার সুরে উদিতকে ‘খিলাড়ি’ বলে আখ্যা দিলেন। আর তার জেরে এবার উদিতের পাশাপাশি বিতর্কের মুখে অভিজিৎও।

অভিজিতের সেই পোস্টে দেখা যায়, উদিত-অভিজিৎ একসঙ্গে মঞ্চে গান গেয়েছেন সে রকম কিছু ভিডিওতে তারা ‘মে খিলাড়ি তু আনাড়ি’ গানটি গাইছেন। আর তার ক্যাপশনে লেখা হয়, ‘বন্ধু আমার খিলাড়ি, আর আমি হলাম আনাড়ি।’

অভিজিৎ ভট্টাচার্যের পোস্ট দেখে নেটিজেনদের অনুমান, উদিতের চুমু প্রসঙ্গেই একথা লিখেছেন তিনি। অনেকের মতে এমনভাবে চুমু খেতে না পারার জন্য বোধ হয় আক্ষেপ রয়েছে অভিজিতের। আবার অনেকে তাকে ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলেও কটাক্ষ করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা জুলাই মেমোরিয়াল মিউজিয়ামের অগ্রগতি পরিদর্শন করছেন

খবরের দেশ ডেস্ক :  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর নির্মাণ কাজের অগ্রগতি...