27.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা: দগ্ধ ১৫ জনের অবস্থার উন্নতি, আরও একজনের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ২৩ জনের মধ্যে ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, “সকাল ৯টা ৩২ মিনিটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৬ জন। ইনস্টিটিউটে বর্তমানে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন।”

তিনি আরও জানান, ইন্টারমিডিয়েট ক্যাটাগরির ২৩ জন রোগীর মধ্যে ১৫ জনের শারীরিক উন্নতি হয়েছে। পর্যায়ক্রমে তাদের দু-একদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হতে পারে। অবশিষ্টদের চিকিৎসাও অগ্রাধিকার ভিত্তিতে চলছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, “সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তাদের পরামর্শে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি সিদ্ধান্তই মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে নেওয়া হচ্ছে।”

এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

খবরের দেশ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি...