Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল, এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ইউসুফ, সিয়াম ও জহুরুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ছিনতাইয়ের ঘটনাটি ভুক্তভোগী আহমাদ ওয়াদুদ তার ফেসবুক পোস্টে তুলে ধরেন। তিনি লেখেন, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হই। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করে আমার মোবাইল, মানিব্যাগ ও কিছু নগদ টাকা নিয়ে যায়। আমি ও আমার স্ত্রী থানায় দ্রুত যাই। কিন্তু পুলিশ শুরুতে খুব একটা সহযোগিতা করেনি।”
ভুক্তভোগী আরও জানান, থানা ঘটনাস্থল থেকে মাত্র ৩ মিনিট দূরে হলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি। পরে সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, “ঘটনার পর তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”