Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের স্রোতে ভেসে যাওয়া এক পর্যটককে উদ্ধার করেছেন এক সাহসী জেলে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। কুয়াকাটা ঘুরতে গিয়ে গোসলে নামলে হঠাৎ করে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যান তিনি।
স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন এবং তাকে টেনে তীরে আনেন। তানভীর তখন অচেতন অবস্থায় ছিলেন। দ্রুত স্থানীয়রা তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ জানান, “সতর্কতা না মেনে সাঁতার কাটায় এমন দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে দ্রুত উদ্ধার হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তানভীরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মণ্ডল বলেন, “একজন পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে—বিষয়টি আমরা জেনেছি এবং খোঁজ নিচ্ছি।”
উল্লেখ্য, কুয়াকাটা সৈকতে পর্যাপ্ত সতর্কতা ও সাঁতার দক্ষতা ছাড়াই জোয়ারের সময় পানিতে নামলে এর আগেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।