Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পুরনো ভিডিও ব্যবহার করার অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’।
প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে বর্তমান সময়ের বলে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়—প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে মিছিল হচ্ছে।
তবে রিউমার স্ক্যানার জানায়, ভিডিওটি মূলত ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময়কার। সেটি ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ, যা কোটা সংস্কার আন্দোলন এবং পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের দৃশ্য।
প্রতিষ্ঠানটির দাবি, একটি সংগঠিত মহল দেশ-বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। ফ্যাক্ট-চেকের মাধ্যমে প্রমাণ মিলেছে, গত এক বছরে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিয়মিতভাবে বাংলাদেশবিরোধী ভুল তথ্য ছড়াচ্ছে।
রিউমার স্ক্যানার আরও জানায়, শুধু ২০২৫ সালের এপ্রিল মাসেই অনলাইনে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে, যেগুলোর মধ্যে বেশির ভাগই রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি।