30.5 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

নারী কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা, গ্রুপপর্বে শতভাগ জয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

পুরুষদের পাশাপাশি ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে আর্জেন্টিনার নারী দলও। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা।

সবশেষ বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করে জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো।

এর আগে টুর্নামেন্টে উরুগুয়েকে ১-০, চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করে।

একই গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে শেষ চার নিশ্চিত করেছে উরুগুয়ে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে। স্বাগতিক ইকুয়েডর এবং পেরু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

এখনো সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে ট্রফির অন্যতম দাবিদার হিসেবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল

খবরের দেশ ডেস্কঃ   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন...