Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতি মিশরের আল–আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামকে প্রত্যাহার করতে বাধ্য করেছে প্রেসিডেন্ট সিসির প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে দুটি ভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের ‘গণহত্যার উদ্দেশ্যে অনাহার’ চাপানোর জন্য ইসরাইলকে দায়ী করা হয়। আল–আজহার গত বুধবার জানায়, বিবৃতিটি যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় তারা নিজ উদ্যোগে তা প্রত্যাহার করেছে।
তবে মিডল ইস্ট আইয়ের তথ্য মতে, বিবৃতি প্রকাশের পরপরই প্রেসিডেন্ট কার্যালয় থেকে ইমাম আহমদ আল-তায়েবকে সরানোর অনুরোধ জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, প্রেসিডেন্টের নির্দেশেই বিবৃতিটি সরানো হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় ইসলামী সংগঠন ‘ইন্টারন্যাশনাল মুসলিম স্কলার্স ইউনিয়ন’-এর প্রধান আলী আল-কারদাগি একে “অন্যায় ও মানবতা-বিরোধী” বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, “এটি বিবেক ও ধর্মীয় চেতনাকে দমন করার চেষ্টার শামিল।”
এ সময় নেদারল্যান্ডসে মিশরীয় দূতাবাসে অধিকারকর্মীরা তালা লাগিয়ে প্রতিবাদ জানায়। তারা গাজার সীমান্ত বন্ধ রাখার বিরুদ্ধেও সরব হয়।
উল্লেখ্য, গাজায় চলমান সংকটে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো ত্রাণ পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। মার্চ থেকে এ পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছে ১১৫ জন, যার মধ্যে ৮০ জনই শিশু।