31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

তানজিন তিশার বড় পর্দায় অভিষেক, ‘ভালোবাসার মরসুম’ থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:


প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। কলকাতার প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমান যোশি এবং খায়রুল বাসারের। তবে শুটিং শুরুর আগেই নিজেকে সরিয়ে নিলেন খায়রুল বাসার, যা নিয়ে পরিচালক বেশ হতাশ।

শুক্রবার এক ফেসবুক পোস্টে বাসার জানান, “ভালোবাসার মরসুম ছবিতে যুক্ত হওয়ার আলোচনা চলছিল। শিডিউল জটিলতার কারণে আমি ছবিটি করতে পারছি না।

তবে পরিচালক এমএন রাজ তার বক্তব্যের সঙ্গে একমত নন। গণমাধ্যমকে তিনি বলেন, “বাসার ইতোমধ্যে ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং পারিশ্রমিকের এক-চতুর্থাংশও নিয়েছেন। শুধু তাই নয়, একদিন আগেই ই-মেইলে অভিনয়ের সম্মতি দিয়েছেন।”

পরিচালক আরও জানান, “পরদিন দুপুরে হঠাৎ করে তিনি মেসেজ পাঠিয়ে জানান, তিনি ছবিটিতে থাকছেন না। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।”

‘ভালোবাসার মরসুম’ ছবিতে তানজিন তিশা ও শারমান যোশির পাশাপাশি থাকছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শুটিং শুরু হবে সেপ্টেম্বরে দার্জিলিংয়ে, চলবে টানা ২৩ দিন। অক্টোবরে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। সব ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাবে এই প্রেমকাহিনি নির্ভর ছবি।

- Advertisement -spot_img
সর্বশেষ

“অনূর্ধ্ব-১৫ তে আসছে এক বিশেষ চমক”

স্পোর্টস ডেস্কঃ নারী বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে...