Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকাল ও বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
ঘোষিত সময়সূচি অনুযায়ী—২২ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা। ২৩ আগস্ট সকালে হবে বিজ্ঞান বিভাগের এবং বিকেলে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
অধ্যাপক ইলিয়াস জানান, পরীক্ষার সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল এবং প্রস্তুতিও সে অনুযায়ী এগোচ্ছে। তবে এখনো আসন সংখ্যা কমানো বা নম্বর বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে গঠিত কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে শনিবার, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার কারিগরি সহায়তা দিচ্ছে বিটিআরসি। আপাতত বিদ্যমান ওয়েবসাইটের মাধ্যমেই তথ্য জানানো হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। নতুন কাঠামোর অধীনে এই প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।