31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

‘ভাই বলে জিতিয়ে দিল?’—বাংলাদেশকে ইচ্ছাকৃত হারানোর অভিযোগ বাসিত আলির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ সিরিজ জিতলেও শেষ ম্যাচে দলের পারফরম্যান্স ঘিরে উঠেছে প্রশ্ন। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে হারে বাংলাদেশ। আর সেই ম্যাচকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি।

নিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে বাসিত বলেন, “বাংলাদেশ সিরিজ জিতেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে। কিন্তু আজ তারা একদম আলাদা মুডে খেলেছে। তারা চেয়েছে পাকিস্তান যেন একটা ম্যাচ জেতে। এটাই বাস্তবতা।”

বাংলাদেশের ফিল্ডিং ও ব্যাটিং ভেঙে পড়া নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “সাহিবজাদার ব্যাটিং পুরো ম্যাচ একতরফা করে দেয়। বাংলাদেশ বালির দেয়ালের মতো ভেঙে পড়েছে।”

তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছিল, তারা ম্যাচটি সিরিয়াসলি নেয়নি। যেন ভাবছিল, ‘ওরা আমাদের ভাই, প্রতিবেশী— একটা ম্যাচ ওরাও জিতুক।’”

সেই ম্যাচে সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩, হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ ও মোহাম্মদ নওয়াজ ১৬ বলে ২৭ রান করে পাকিস্তানকে পৌঁছে দেন ১৭৮ রানে— সিরিজের সর্বোচ্চ দলীয় স্কোর।

বাংলাদেশ জবাবে গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে। সাইফউদ্দিন ৩৪ বলে ৩৫ রান করে কিছুটা লড়াই দেখালেও দলের বাকি ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। নাঈম শেখ ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৪ বছর বয়সে ফাস্ট বোলার হিসেবে ক্রিকেটে এসেছিলেন শচীন টেন্ডুলকার

খেলাধুলা ডেস্ক : শচীন টেন্ডুলকার মূলত তার ব্যাটিং-এর জন্য পরিচিত হলেও, বোলিংয়েও তার কিছু উল্লেখযোগ্য কীর্তি রয়েছে। তিনি মাঝে মাঝে...