27.6 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

‘তৌকিরের আম্মু আমার সঙ্গে তিন বছর ধরে কথা বলেননি।” : স্কুল শিক্ষক মো: হাবিবুর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
উত্তরায় সামরিক বিমান দু’র্ঘটনায় নি’হত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার স্কুল শিক্ষক মো: হাবিবুর রহমান। শোক প্রকাশের পাশাপাশি তিনি তুলে ধরেন এক হৃদয়বিদারক স্মৃতি, যা আজও তাকে আবেগাক্রান্ত করে তোলে।
তিনি বলেন, “তৌকির আমার সরাসরি ছাত্র ছিল। আমি তার ক্লাস নিয়েছি। খুবই নম্র, ভদ্র ও প্রতিভাবান এক ছেলে ছিল সে। এক বছর কোচিং করার পর সে পাবনা ক্যাডেট কলেজে চান্স পায়। এরপরই তার মা আমার সঙ্গে তিন বছর ধরে কথা বলেননি।”
কেন এমন করলেন তৌকিরের মা? জানতে চাওয়ায় শিক্ষক বলেন, “একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম-আপা, আপনি আমার সঙ্গে কথা বলেন না কেন? তিনি উত্তর দিলেন, ‘আপনার পড়ানোর কারণেই আমার বুকের ধনটা পাবনায় থেকে পড়ে। এই কষ্ট আমি মেনে নিতে পারিনি।’ এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই।”
বিমর্ষ কণ্ঠে শিক্ষক আরও বলেন, “একজন শিক্ষকের কাঁধে যেন আর কখনও তার ছাত্রের লাশ না ওঠে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি-হে আল্লাহ, আর কোনো শিক্ষকের কাঁধে তুমি লাশ দিও না। এই বোঝা অনেক ভারী, এটা আর বহন করতে পারছি না।”
- Advertisement -spot_img
সর্বশেষ

নদীতে ইলিশ নেই, হতাশ জেলে, চড়া দামে বিপাকে ক্রেতা

খবরের দেশ ডেস্কঃ ইলিশের মৌসুম চলছে পুরোদমে, কিন্তু বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিন শত শত...