29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি ‘প্রতিকূল হতে পারে’ — ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই তাকে স্বীকৃতি দেওয়া “প্রতিকূল” হতে পারে।

শনিবার ইতালির প্রভাবশালী দৈনিক লা রিপাবলিকা-কে দেয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন,
“আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, তবে সেটি প্রতিষ্ঠার আগেই কাগজে কলমে স্বীকৃতি দিলে সমস্যাটি মীমাংসিত মনে হতে পারে, বাস্তবে যা হয় না।”

গত মাসে ফ্রান্স জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এ সময় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলমান।

শুক্রবার, ইতালির পররাষ্ট্রমন্ত্রীও জানান, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি তখনই সম্ভব, যদি সেই নতুন ফিলিস্তিনি সত্তা ইসরায়েলকে স্বীকৃতি দেয়।

জার্মানির সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা স্বল্পমেয়াদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না। তাদের অগ্রাধিকার এখন দুই-রাষ্ট্র সমাধানের পথে অগ্রগতি।  সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...