29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

অস্ট্রেলিয়া-ব্রিটেনের মধ্যে ৫০ বছরের অকাস পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষরিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

অস্ট্রেলিয়া এবং ব্রিটেন পারমাণবিক সাবমেরিন কর্মসূচিকে কেন্দ্র করে ৫০ বছরের একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলং শহরে এই ‘জিলং চুক্তি’ স্বাক্ষর হয়।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এবং ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এতে উভয় দেশের মধ্যে SSN-AUKUS পারমাণবিক সাবমেরিন ডিজাইন, নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও বাতিল প্রক্রিয়ায় যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে বলে জানানো হয়েছে।

২০২১ সালে স্বাক্ষরিত অকাস চুক্তি-তে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র অংশ নেয়। এর লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন সক্ষমতা প্রদান করা।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আগামী ২৫ বছরে যুক্তরাজ্য প্রায় ২৭.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সাবমেরিন রপ্তানি করতে পারবে।

এদিকে, অস্ট্রেলিয়া সরকার বলছে, ৩৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বৃহত্তম প্রতিরক্ষা প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে এর একটি বড় অংশ বিনিয়োগ করা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় কিস্তি হিসেবে ৮০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করেছে অস্ট্রেলিয়া।

এছাড়া অস্ট্রেলিয়া ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার সিডনিতে যৌথ বৈঠক করেন। একই সময় চলছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া ‘ট্যালিসম্যান স্যাবার’, যাতে ১৯টি দেশের ৪০ হাজার সেনা অংশ নিচ্ছেন।

এ বছর এই মহড়ায় ব্রিটেনের বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস  অংশ নিচ্ছে, যা ব্রিটেনের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।  সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্কঃ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল...