Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মা ও তার শিশু রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ।
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলিতে তিন হামলাকারীও নিহত হয়।
ঘটনাটি ঘটেছে প্রদেশের রাজধানী জাহেদানে। সুন্নি বিদ্রোহী গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে। তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে তারা সাধারণ জনগণকে সংঘর্ষ এলাকা থেকে সরে যেতে অনুরোধ জানায়।
মানবাধিকার সংস্থা হালভাশ, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলাকারীরা আদালতের বিচারকদের কক্ষে প্রবেশ করে বিচারক ও নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে বহু কর্মকর্তা হতাহত হন।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এবং এখানকার সুন্নি বেলুচ সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বঞ্চনা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করে আসছে।
প্রদেশটি প্রায়ই সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষের সাক্ষী হয়। এসব গোষ্ঠী অধিকারের দাবিতে আন্দোলন চালালেও ইরানি সরকার দাবি করে, তাদের অনেকের সঙ্গে বিদেশি শক্তির যোগসূত্র রয়েছে এবং তারা সীমান্ত পেরিয়ে চোরাচালান ও সন্ত্রাসে জড়িত। সূত্রঃ রয়টার্স