31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

দেশে এখন জগাখিচুড়ি অবস্থা চলছে” — মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশে এখন জগাখিচুড়ি অবস্থা চলছে। আনুপাতিক নির্বাচন (পিআর) কী—এটা জনগণ বোঝে না, অথচ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চায়। অথচ তারাও সঠিকভাবে জানে না পিআর কী।”

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আলোচনা সভার আয়োজন করে ‘জিয়া পরিষদ’।

ফখরুল বলেন, “আওয়ামী লীগ বিচারব্যবস্থা, স্বাস্থ্যখাত, আইন-শৃঙ্খলাসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, গত ১৫ বছরে তারা দমন-পীড়নের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করে দিয়েছে।”

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে রাষ্ট্র সংস্কারের জন্য ‘ভিশন টুয়েন্টি থার্টিন’ ঘোষণা করেন। পরবর্তীতে ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা সংস্কার পরিকল্পনা দেন, যার মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সম্ভব।”

মির্জা ফখরুল বলেন, “সংস্কার ধাপে ধাপে হয়, একদিনে নয়। যেমন, আপনি হুকুম দিলেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করবে না। তবে এমন ব্যবস্থা নিতে হবে যাতে তারা ঘুষ না নিতে পারে।”

তিনি বলেন, “সবার আগে দরকার সততা। বিএনপিকে যদি টিকে থাকতে হয়, তবে কর্মীদের জিয়াউর রহমানের আদর্শে নিজেকে সৎ প্রমাণ করতে হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মাইলস্টোন খুলছে না আজ

খবরের দেশ ডেস্কঃ বিমান বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ পাঁচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার...