29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, চারজন নিহতের খবর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসিত) গোলাগুলি হয়েছে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নাম ও পরিচয়ও জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ব্যাপারে খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘দীঘিনালার বাবছড়া ইউনিয়নের নারাইছড়ি থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পূর্ব দূরে জোড়া সিন্ধু কারবারি এলাকায় গোলাগুলির ঘটনায় চারজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে তা সঠিক কিনা জানি না। ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় যৌথবাহিনী ছাড়া সেখানে পুলিশের যাওয়া সম্ভব নয়।’

তবে নিজেদের চার সদস্য নিহতের দাবি অস্বীকার করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ জানিয়েছে, দীঘিনালার বাবুছড়া জোড়া সিন্ধু কারবারি পাড়ায় জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সঙ্গে শুক্রবার গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে বলে মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে তা মিথ্যা ও গুজব।

বিবৃতিতে ইউপিডিএফের (প্রসিত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মিডিয়ায় প্রচারিত গোলাগুলির ঘটনা সংঘটিত হওয়ার কোনো তথ্য ইউপিডিএফের জানা নেই। আবার ইউপিডিএফের ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা থাকার প্রশ্নই আসে না। এটি অবান্তর ও কাল্পনিক।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু) কারও বক্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...