Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গণঅভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “আমরা এখনো সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। তবে চেষ্টা চলছে এবং নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।”
মিডিয়াকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, “আপনারা যদি সত্য সংবাদ প্রচার করেন, তাহলে বিভ্রান্তি ছড়ানো সম্ভব হবে না। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যা তৈরি করার চেষ্টা করে, তাই সতর্ক থাকতে হবে।”
একটি হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। এতে তদন্তে সময় বেশি লাগে। নিরীহ কেউ যেন শাস্তি না পায়, সেটাই লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিরোধ নেই। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা, আর রাজনৈতিক দলগুলোর কাজ জনগণের কাছে গিয়ে ভোট চাওয়া।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং ইসরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তা।