29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

গাজাবাসীর জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের মুসলিমরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি অবরোধে দুর্বিষহ অবস্থার মধ্যে থাকা গাজাবাসীর জন্য এক ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ নিয়েছেন মিসরের সাধারণ মানুষ। বোতলে খাবার ভরে সাগরে ভাসিয়ে দিচ্ছেন তারা, যেন স্রোতের টানে খাবার গাজার উপকূলে পৌঁছে যায়।

একজন মিসরীয় এই সময় গাজার উদ্দেশে আবেগভরে বলেন, “প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না।”

এই কর্মপ্রচেষ্টার পেছনে রয়েছে ঐতিহাসিক এক অনুপ্রেরণা—বনি ইসরায়েলের যুগে ঘটে যাওয়া সেই ঘটনা, যা রাসুল (সা.) সাহাবিদের শুনিয়েছিলেন। এক ব্যক্তি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এক হাজার দিনার কাঠের বাক্সে ভরে সমুদ্রে ছেড়ে দেন। পরে সেই বাক্স আল্লাহর ইচ্ছায় ঋণদাতার হাতে পৌঁছে যায়।

নেটিজেনদের মতে, সেই গল্পই হয়তো মিসরের মানুষদের অনুপ্রাণিত করেছে। তাদের বিশ্বাস, আল্লাহর ইচ্ছায় এই ছোট্ট প্রচেষ্টাও গাজাবাসীর জন্য বড় কিছু হয়ে উঠতে পারে।

গাজার জনপদ যেন এখন এক মৃত্যুপুরী। শিশুদের মুখে খাবার নেই, মায়েরা নিরুপায়। এমন মানবিক বিপর্যয়ের সময় মিসরের মানুষের এই সাগর-পথে সহানুভূতি দেখানো বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...