31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু-জুনিয়র হকি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্কঃ

ইতিহাস গড়ার পর চলে গেছে সাত মাস। গত বছরের ডিসেম্বরে ওমানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ খেলার টিকিট কাটার পর বাংলাদেশের এই দলকে নিয়ে নানান প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা উঠে এসেছিল ফেডারেশন কর্তাদের মুখে। তার মধ্যে একটি ছিল নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকির বিশ্বকাপের জন্য ছয় মাসের প্রস্তুতি।

আদতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় ছয় মাসের প্রস্তুতি হচ্ছে না। দুই মাস কমে চার মাসের প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের আজ শনিবার বিকেলে রিপোর্ট করার কথা। রোববার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।

২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরায়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। গ্রুপ ‘এফ’-এ বাংলাদেশ খেলবে গতবারের রানার্সআপ ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

টুর্নামেন্টের জন্য প্রায় সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রতিবেশী ভারত অনেক আগ থেকে জার্মানিতে গিয়ে ক্যাম্প করেছে। বিদেশের মাটিতে তো দূরের কথা, নির্দিষ্ট সময়ে দেশের মাটিতে ট্রেনিং ক্যাম্প শুরু করতে পারেনি ফেডারেশন। বিশ্বকাপের মঞ্চে খেলার জন্য চার মাসের প্রস্তুতিটা যে কিছুই নয় তা স্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। গতকাল সমকালের কাছে তিনি বলেন, ‘এক বছর ট্রেনিং করলেও অনেক সময় মনে হয় কম। আমরা ৬ মাসের পরিকল্পনা করেছি; কিন্তু পারিনি। এখন চার মাসের প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপের মতো বড় আসরের প্রস্তুতি এক বছর ধরে নেওয়া উচিত। আমরা কোয়ালিফাই করেছি গত বছরের ডিসেম্বরের শেষে।’

ছয় মাস আগে প্রস্তুতিটা কেন শুরু করা গেলো না? ‘এটা আগেও বলেছি। আমাদের আর্থিক সমস্যা রয়েছে। অর্থের জোগান করতে পারিনি বলে ছয় মাসের প্রস্তুতি নিতে পারিনি। এখন কিছুটা অর্থের জোগাড় হয়েছে তাই ক্যাম্প শুরু করছি।’

আপাতত দুই দেশি কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব অনুশীলন করাবেন মেহেরাব হোসেন সামিনদের। মূল দায়িত্ব নিতে যাচ্ছেন ডাচ কোচ সিগফ্রাইড অ্যাকম্যান, যিনি সেপ্টেম্বরের শুরুতে যোগ দেবেন দলের সঙ্গে। দেশীয় দুই কোচ আপাতত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানান রিয়াজুল হাসান, ‘উনি (সিগফ্রাইভ) আগস্টে একবার এসে হয়তো ঘুরে যাবেন। সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। তার আগে আমাদের লোকাল কোচরা খেলোয়াড়দের ফিটনেসটা নিয়ে কাজ করবেন। যতটুকু সম্ভব ফিটনেসটা এগিয়ে রাখব, যেন বিদেশি কোচ এসে ফিটনেসের পেছনে বেশি দৌড়াতে না হয়।’

প্রস্তুতির জন্য চার মাস আদর্শ নয়। এটি ভালো করেই জানা আছে মেহেরাব হোসেন সামিনের। তারপরেও ফেডারেশন যে প্রস্তুতি শুরু করছে তাতেই খুশি তিনি, ‘আসলে ফেডারেশন তো চেষ্টা করেছে। স্পন্সর না পেলে তো তাদের কিছু করার নেই। তারপরেও এত আগে ক্যাম্প শুরু করেছে বলে আমরা খুশি।’

খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প হকি স্টেডিয়ামেই। মধ্য আগস্টের দিকে ডাক পাওয়া ৪৫ জন খেলোয়াড় সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে ফেডারেশন। ফিটনেসের ওপর ভিত্তি করে তখন হয়তো সংখ্যাটা কমে যেতে পারে। অথবা বিদেশি কোচ এলে তাঁর সঙ্গে আলোচনা করে একটা চূড়ান্ত তালিকা করা হতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

- Advertisement -spot_img
সর্বশেষ

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবরের দেশ ডেস্কঃ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো...