31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে, কেন বললেন মৌ শিখা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

ছোট পর্দার অভিনেত্রী মৌ শিখা। কাজ করেছেন বহু নাটকে। তবে আড়াই মাস ধরে অভিনেত্রীর হাতে কোনো কাজ নেই। বেঁচে থাকাও কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে হতাশা আর অভিমান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, বেঁচে থাকতেই তাকে যেন মূল্যায়ন করা হয়। তিনি মরে গেলে কেউ যেন আফসোস না করেন।

এক দীর্ঘ ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী?’

শিখা বলেন, ‘অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে, হয়তো বলবে- আহা রে, মহিলা তো কত ভালো ছিল! কত সহজ-সরল ছিল। কারো সাত-পাঁচে ছিল না, কারো সামনে-পিছনে ছিল না। আহা রে, মহিলাটার আত্মা শান্তি পাক। কিন্তু তাতে কী লাভ হবে? আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের।’

তিনি লিখেছেন, ‘বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব- আমি জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই। হঠাৎ করে কেন কাজ কমে গেল, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেন তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব, আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি, ২৫ বছর যাবৎ মিডিয়ায় আছি, এখনো আমার রেমুনারেশনও খুব একটা বেশি না, তাহলে?’

কাজের মাধ্যমেই বেঁচে থাকতে চান জানিয়ে এ অভিনেত্রী সবশেষে লিখেছেন, ‘যে কয়দিন বাঁচি, কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন, আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।’

এদিকে অভিনেত্রী মৌ শিখার সেই পোস্ট দেখে দুঃখ প্রকাশ করেছেন তার ভক্ত, অনুরাগী ও সহকর্মী তারকারা। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।

মৌ শিখা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করছেন। অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। তার অভিনীত ‘যমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র এখনো মুক্তির অপেক্ষায়। বহু আগেই সিনেমাটির কাজ শেষ হলেও তা এখনো প্রেক্ষাগৃহে আসেনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবরের দেশ ডেস্কঃ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো...