29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

ওটিটি নিষিদ্ধের সিদ্ধান্তে সন্তুষ্ট কঙ্গনা, বললেন ‘দেশের সংস্কৃতি রক্ষায় জরুরি পদক্ষেপ’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ২৪টি ওটিটি অ্যাপ ও প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে, যেগুলোর বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়ানোর অভিযোগ ছিল। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।

কঙ্গনা বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, অবৈধ ও অশালীন কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কিছু ভারতীয় ওটিটি অ্যাপ সফট পর্ন ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দেখানোর অভিযোগে সমালোচনার মুখে পড়ছিল। তবে এবার কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে— অলট, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, নভরসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, জলওয়া অ্যাপ, মুডেক্স, হিটপ্রাইম, হলচল অ্যাপ, ট্রিফ্লিকস ও শো-এক্সসহ আরও কিছু অ্যাপ।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ দেশের ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণ ও সমাজে সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...