Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু বিতর্কিত ছবি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের বলে দাবি করে প্রচার করা হলেও, বাস্তবে ছবিগুলো সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানিয়েছে, ছবিগুলোতে ভারতীয় মডেল গারিমা চৌরাশিয়ার (Gima Ashi) শরীর ব্যবহার করে তাসনিয়া ফারিণের মুখ কৃত্রিমভাবে বসানো হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, ছবিগুলো মূলত গারিমা চৌরাশিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা যায়, ভাইরাল ছবিগুলোর পোশাক, ভঙ্গি, ব্যাকগ্রাউন্ডসহ সবকিছু গারিমার সঙ্গে মিল থাকলেও মুখটি ফারিণের মতো করে এডিট করা হয়েছে।
এই কারসাজি সম্ভব হয়েছে এআই (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির অপব্যবহারে এখন সাধারণ ছবি দিয়েই তৈরি হচ্ছে বিভ্রান্তিকর কনটেন্ট। এতে যেমন শিল্পীর ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আইনগত জটিলতায় পড়তে পারে ভুয়া কনটেন্ট তৈরিকারীরাও।
বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেইক ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে এই প্রবণতা ভয়াবহ রূপ নিতে পারে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন তারকার নাম ব্যবহার করে এই ধরনের ভুয়া ছবি বা ভিডিও ছড়ানো হয়েছে। তাসনিয়া ফারিণের প্রকৃত কোনো সম্পৃক্ততা নেই ভাইরাল এসব ছবির সঙ্গে—এটি নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।
সচেতন নাগরিকদেরও ভুয়া খবর ও ছবি যাচাই করে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।