Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত কৌশল ছিল— রাজনৈতিক বিতর্ক এড়াতে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু যৌন অপরাধী জেফরি এপস্টাইন-সম্পর্কিত প্রশ্নে এবার সে কৌশল ব্যর্থ হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
২০১৯ সালে কারাগারে মৃত্যুবরণকারী এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের ধমক, অজ্ঞতা প্রকাশ এবং ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিভ্রান্তির চেষ্টা করলেও কাজ হচ্ছে না।
রয়টার্স/ইপসসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অধিকাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প প্রশাসন এপস্টাইন ইস্যুতে তথ্য গোপন করছে। এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে ডেমোক্র্যাটরা, যারা ট্রাম্পের জনপ্রিয়তায় ফাটল ধরাতে চায়।
এপস্টাইনের বিষয়ে স্বচ্ছতা চাচ্ছেন ট্রাম্পের নিজ দলের সমর্থকরাও। রিপাবলিকান নেতা জিওফ ডানকান বলেছেন, “ট্রাম্প দীর্ঘদিন ধরে প্রপাগান্ডার ওপর নির্ভর করে চলেছেন, এবার সেটা ধরা পড়ে গেছে।”
হোয়াইট হাউস অবশ্য বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলেই উড়িয়ে দিচ্ছে। তবে স্বীকার করেছে, এপস্টাইন মামলার কিছু নথিতে ট্রাম্পের নাম রয়েছে।
বিশ্লেষকদের মতে, আগের মতো এবার “মনোযোগ সরানো কৌশল” তেমন ফল দিচ্ছে না। দেশের ভেতরে অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে এখনও ট্রাম্প সমর্থন পাচ্ছেন ঠিকই, কিন্তু এপস্টাইন বিতর্কে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে।