29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স, একক সিদ্ধান্তে সমালোচনার মুখে ম্যাক্রোঁ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম পশ্চিমা সদস্য হিসেবে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তার এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্র পর্যন্ত কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তবে এ পদক্ষেপ একেবারে অপ্রত্যাশিত নয়। এপ্রিলে গাজার সীমান্তবর্তী মিসরের আল-আরিশ সফরকালে মানবিক বিপর্যয়ের চিত্র দেখে ম্যাক্রোঁ দেশে ফিরে সিদ্ধান্ত নেন দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পথে হাঁটবে ফ্রান্স।

তিনি ব্রিটেন ও কানাডাকে সঙ্গে নিয়ে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলোর সমন্বয়ে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির একটি পরিকল্পনা সাজান। পাশাপাশি আরব দেশগুলোকে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখাতে আহ্বান জানান। কিন্তু যুক্তরাষ্ট্রের রোষ এড়াতে ব্রিটেন ও কানাডা সরে দাঁড়ায়, ফলে ম্যাক্রোঁ একাই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

দেশের ভেতরেও ম্যাক্রোঁর ওপর চাপ ছিল। গাজা পরিস্থিতি নিয়ে ফরাসি মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে বিভক্তি থাকায় পরিস্থিতি ছিল জটিল।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ম্যাক্রোঁর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে, একে হামাসের পুরস্কার হিসেবে দেখছে তারা। তবে ম্যাক্রোঁর যুক্তি, ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে শান্তিপ্রক্রিয়ায় গতি আনতে চান।

বিশ্লেষকদের মতে, এটি একটি প্রতীকী পদক্ষেপ হলেও ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। প্যারিসে চলমান কূটনৈতিক আলোচনায় ফ্রান্স আরও কয়েকটি রাষ্ট্রকে পাশে পেতে চেষ্টা করছে।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...