29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

কালিয়াকৈরে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকসবিলে বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ শনিবার সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ অন্য দুজনকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেন।

নিখোঁজ দুই ছাত্র হলেন- উপজেলার মৌচাক সুরিচালা এলাকার সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৮), মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯)।

এছাড়া রফিকুল ইসলামের (১৯) মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিনি ঢাকার আশুলিয়ার (শিমুলিয়া) মাইজাল গ্রামের হালিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু ডিঙ্গি নৌকা নিয়ে মকসবিলে বেড়াতে বের হন। এসময় বৈরী আবহাওয়ায় বাতাসের বেগ বেশি থাকায় নৌকাটি ডুবে যায়। পরে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি তিন বন্ধু নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে গভীর রাত পর্যন্ত অভিযান চালান। কিন্তু বাতাসের কারণে রাতে অভিযান বন্ধ করতে হয়। পরে আজ শনিবার সকালে থেকে আবার উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন তারা। বাকি দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিদর্শক ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।

মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সেলিম হোসেন বলেন, রফিকুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...