31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

চোট জয় করে খেললেন পান্ত, তবে চতুর্থ টেস্টের নিয়ন্ত্রণে ইংল্যান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

চতুর্থ টেস্টে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ঋষভ পান্ত। ধারণা করা হচ্ছিল, সিরিজে আর ফিরবেন না। কিন্তু প্রত্যাবর্তন করলেন নাটকীয়ভাবে, চোটগ্রস্ত পায়ে লিম্প করে এসে খেললেন এক সাহসী ইনিংস। ৫৪ রান করে জফরা আর্চারের বলে বোল্ড হলেও তার এই ইনিংসেই ভারতের প্রথম ইনিংস দীর্ঘায়িত হয়।

ভারত অলআউট হয় ৩৫৮ রানে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৫ উইকেট নিয়ে উজ্জ্বল। এরপর জাক ক্রলি ও বেন ডাকেটের বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ড পৌঁছে যায় ২২৫/২ এ, পিছিয়ে মাত্র ১৩৩ রানে।

ক্রলি করেন ৮৪, ডাকেট ৯৪। দু’জনই মারেন ১৩টি করে চার। ডাকেট ছুঁয়ে ফেলতে পারলেন না শতকের গণ্ডি, ৬ রান কমে ধরাশায়ী হন।

ভারত দিন শুরু করে ২৬৪/৪ স্কোর থেকে। সকালে রবীন্দ্র জাদেজা (২০) ও শার্দুল ঠাকুর (৪১)-কে হারায়। ঠাকুরের বদলে নামেন ইনজুরড পান্ত, যাকে আগের দিন মাঠ ছাড়তে হয়েছিল পায়ে আঘাত পেয়ে।

পান্তর প্রত্যাবর্তনে চমক ছিল দর্শক ও প্রতিপক্ষের মধ্যেও। ৩৭ রানে ব্যাট করা অবস্থায় ফিরে এসে যোগ করেন আরও ১৭ রান। তবে আর্চারের গতির সামনে শেষ রক্ষা হয়নি।

স্টোকস এই ইনিংসে ঠাকুর, সুন্দর ও কাম্বোজের উইকেট নেন। এর আগে নিয়েছিলেন শুভমান গিল ও সাই সুদর্শনের উইকেটও। সিরিজে এখন পর্যন্ত ১৬ উইকেট তার ঝুলিতে।

৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। তবে ভারতের প্রতিরোধও চোখে পড়ার মতো। এখন চোখ তৃতীয় দিনের দিকে।
সূত্রঃ আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবরের দেশ ডেস্কঃ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো...