Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪ দলের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন— জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএম-এর (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট) ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা এড়াতে করণীয় এবং একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথ খোঁজা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
এর আগে ২২ জুলাই প্রথম দফায় চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে এবং পরদিন আরও ১৩টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।