27 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া দুই শিশুকে শনিবার (২৬ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, “মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ২ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু আরও চারজন রোগী আশঙ্কাজনক অবস্থায় আছেন। মোট ৯ জন সিভিয়ার রোগী আছেন, যাদের মধ্যে ৪ জন আইসিইউতে চিকিৎসাধীন।”

তিনি আরও জানান, “আইসিইউতে থাকা একজন রোগী ভেন্টিলেশনে রয়েছেন। স্বাভাবিকভাবেই আইসিইউ রোগীরা সবাইই গুরুতর অবস্থায় রয়েছেন।”

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের চিকিৎসায় সহায়তা করতে চীন, ভারত এবং সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসে কাজ করছেন। তাঁরা ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা প্রদান করছেন।

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকার এ ধরনের বিমান-সম্পর্কিত দুর্ঘটনা রোধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নদীতে ইলিশ নেই, হতাশ জেলে, চড়া দামে বিপাকে ক্রেতা

খবরের দেশ ডেস্কঃ ইলিশের মৌসুম চলছে পুরোদমে, কিন্তু বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিন শত শত...