27 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

পথেই বগি ফেলে চট্টগ্রাম পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

চলন্ত অবস্থায় ট্রেন থেকে গার্ড ব্রেক বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষের গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। এতে বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা যায়, এই গার্ড ব্রেক বগিতে ট্রেন পরিচালক থাকেন এবং খাবারও বহন করা হয়। দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায় বগিটি ফেলে রেখে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৩০ মিনিট ট্রেনটি গোমদণ্ডী স্টেশনে থেমে ছিল। পরে বগিটি সেখানেই রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

এ ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে গেছে। চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, বগিটি না সরানো পর্যন্ত রেললাইন দিয়ে ট্রেন চলাচল সম্ভব নয়। উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে বগিটি অপসারণে।

রেলপথে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নদীতে ইলিশ নেই, হতাশ জেলে, চড়া দামে বিপাকে ক্রেতা

খবরের দেশ ডেস্কঃ ইলিশের মৌসুম চলছে পুরোদমে, কিন্তু বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিন শত শত...