Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে পদযাত্রা করেছে দলটির নেতা-কর্মীরা।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এই পদযাত্রা শুরু হয়। জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি পুরান থানা এলাকায় গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত হয় জনসমাবেশ। এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে রাতে দলটির নেতারা কিশোরগঞ্জ সার্কিট হাউসে জুলাই মাসের গণ-আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে শহরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুরাতন থানা সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল র্যাব, এপিবিএন ও বাংলাদেশ সেনাবাহিনী।
পদযাত্রায় অংশ নিতে কিশোরগঞ্জ সদর, নিকলী, ইটনা, মিঠামইন, তাড়াইলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে শহরে জড়ো হন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন জানান, সমাবেশে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, “শান্তিপূর্ণভাবে পদযাত্রা চলছে। গোপালগঞ্জের মতো কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”