31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

বানারীপাড়ায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়ায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

শনিবার (২৬ জুলাই) এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শপথ গ্রহণ, আর দ্বিতীয় পর্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা অফিসার ইনচার্জ মো. মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর জামায়াতে ইসলামী আমির কাওসার হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন ও নাইমুর ইসলাম।

বক্তারা বলেন, সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নারীর মর্যাদা রক্ষা এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু রাষ্ট্রীয় নয়, সামাজিক উদ্যোগও জরুরি।

আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ‘জুলাই শহীদদের’, যাঁদের আত্মত্যাগ আজকের সামাজিক জাগরণ ও মানবিক চেতনার অনুপ্রেরণা। তাঁদের স্বপ্ন ও ত্যাগের ভিত্তিতেই গড়ে উঠছে ‘জুলাই পুনর্জাগরণ’ আন্দোলন—যার মূল লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গঠন।

- Advertisement -spot_img
সর্বশেষ

কোনও অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস: সোহেল রানা

বিনোদন ডেস্কঃ মুক্তিযোদ্ধা পরিচয় আজও কতটুকু মূল্য পায়? সেই প্রশ্ন যেন ছুঁড়ে দিয়েছেন প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা। রোববার...