29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

ছক্কার ঝড় তুলতে বিশেষ কোচ আনছে বিসিবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য গড়তে ব্যাটিংয়ে আগ্রাসী রূপ আনতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যেই বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি আগামী ৬ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্পে জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবেন।

বিসিবির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশে এসে কাজ শুরু করবেন।”

জুলিয়ান উড বলেন, “বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু আধুনিক ক্রিকেটে শুধু প্রতিভা নয়, দ্রুত রান তোলার দক্ষতাও জরুরি। আমি শেখাব—কীভাবে নিজের শক্তি কাজে লাগিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠাতে হয়।”

উড এর আগেও বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে কাজ করেছেন। এবার জাতীয় দলে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

তবে শুধু ব্যাটিং কোচ নয়, ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতেও পদক্ষেপ নিচ্ছে বিসিবি। স্পোর্টস সাইকোলজিস্ট হিসেবে প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট। একইসঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে বিকল্প সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই ছক্কার ঝড়, মানসিক প্রস্তুতি ও বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে শক্তিশালী দল গঠনে মনোযোগ বিসিবির।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্কঃ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল...