29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী কেয়া’র পদত্যাগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার মুখপাত্র খাদিজা আক্তার কেয়া সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে কেয়া লেখেন, “গণঅভ্যুত্থানের পর আমরা একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাইবোন শহীদ হয়েছেন। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না। তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম।”

তিনি আরও লিখেন, “যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! এটা আমার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না—এমন কে বলেছে? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম। তবে আজ থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

এক সংবাদ মাধ্যমকে  দেওয়া এক সাক্ষাৎকারে কেয়া বলেন, “সম্প্রতি কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজনকে সামনের সারিতে দেখা গেছে—যারা অতীতে আমাদের আন্দোলনে বাধা দিয়েছিল। শহীদের আত্মত্যাগের সঙ্গে এটা প্রতারণা।”

তিনি জানান, রোববার তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেবেন। কেয়া স্পষ্ট ক রে বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, ভবিষ্যতেও থাকব না। তবে দেশের স্বার্থে সবসময় সংগ্রামে থাকব।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সুখবর দিলেন শাবনূর

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও...