31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, ডেনভারে রানওয়েতে হুড়োহুড়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ১৭৯ জন যাত্রী ও ক্রু। স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে অ্যামেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ নামের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান রানওয়ে থেকে উড়াল দেওয়ার সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে আগুন ধরে যায়।

বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জরুরি স্লাইড দিয়ে দ্রুত নিচে নেমে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

বিমানটিতে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার পর পাঁচজন যাত্রীকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। একজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হলেও তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

অ্যামেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়ার পর সেটিকে সেবার বাইরে রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানো হচ্ছে। তারা যাত্রীদের দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছে এবং কর্মীদের তাৎক্ষণিক পেশাদার ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। দুর্ঘটনার পর ডেনভার বিমানবন্দরে অস্থায়ীভাবে গ্রাউন্ড স্টপ জারি হয় এবং প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়। পরে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

সূত্র: ফক্স বিজনেস

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে চারটি নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে...