31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

“বিনোদন জগতে শোষণের অভিযোগ আলিজে শাহের”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ বিনোদন অঙ্গনের নির্যাতন, হেনস্তা ও শোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন। সোমবার (২২ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তাকে ট্রোল করা, উপহাস করা এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। আলিজে লেখেন, “আমি এখন প্রতিটি সেই মুখোশ খুলে দেব, যারা আমাকে কষ্ট দিয়েছে। অভিনেত্রীদের জীবন কতটা কঠিন, আপনাদের কোনো ধারণা নেই।”

২০২১ সালে র‍্যাম্পে সংগীতশিল্পী শাজিয়া মানজুরের সঙ্গে হাঁটার সময় পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়। তখন বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলা হলেও এবার আলিজে দাবি করেছেন, এটি ছিল পূর্বপরিকল্পিত। তিনি বলেন, “শাজিয়া মানজুর ইচ্ছাকৃতভাবে আমাকে ফেলে দেন।”

তিনি আরও অভিযোগ করেন, টিকটকার জান্নাত মির্জা ও উপস্থাপিকা জুগন কাজিম মিলে তাকে নিয়ে হাসাহাসি করতেন এবং তাকে অপমান করার জন্য নানা অনুষ্ঠানে অংশ নিতেন।

পারিশ্রমিক নিয়েও ক্ষোভ প্রকাশ করে আলিজে বলেন, “আমাদের টাকার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই কারণেই আমি কাজ ছেড়ে দিয়েছি।”

তিনি দাবি করেন, এসব কথা বলায় তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। একবার এক সহ-অভিনেত্রী তাকে চড় মারেন, তখনও সত্য গোপন করা হয়।

তিনি বলেন, “যদি কোনো দৃশ্যে না থাকে, তাহলে আমাকে ছোঁয়ার অধিকার কারও নেই। আমি কারও সম্পত্তি না।”

পোস্টের শেষে আলিজে বলেন, “পিতৃতান্ত্রিক সমাজে একজন নারী শিল্পীর পেশাগত পথ কতটা কঠিন, তা অনেকে বোঝেন না। আমাদের প্রতি সম্মান দেখান।”

এই সাহসী স্বীকারোক্তি নিয়ে এখন উত্তাল পাকিস্তানি মিডিয়া অঙ্গন।

- Advertisement -spot_img
সর্বশেষ

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সাতক্ষীরায় বসতঘর লন্ডভন্ড

খবরের দেশ ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি...