31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

‘অবুঝ তাসনিম’ নিজেই ফোন করে দাদিকে বলেছিল, আমি পুড়ে গেছি দাদী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
তাসনিম আফরোজা আয়মান দাদীর বড় প্রিয় ছিলো। ছুটির পর গাড়ী চালক নিতে এসে দোলনায় ওর ব্যাগ পায় । আয়মান প্রতিদিন দোলনায় থাকতো বসে ওখান থেকে গাড়ি চালক তাকে এসে বাসায় নিয়ে যেত। প্রায় দেড় ঘন্টা পর অন্য মোবাইল থেকে নিজেই ফোন করে দাদিকে। আমি পুড়ে গেছি দাদী।
আয়মানের ফুপু শিউলি বলছিলেন সে কথা।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইসমাইল হোসেন বাপ্পির মেয়ে আয়মান। মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণিতে শিক্ষার্থী ছিলেন। আয়মান আকাশের তারা হয়ে গেলো। ফুলোগুলো ঝরেই পড়ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সাতক্ষীরায় বসতঘর লন্ডভন্ড

খবরের দেশ ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি...