31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

“অনূর্ধ্ব-১৫ তে আসছে এক বিশেষ চমক”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

নারী বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামছে ‘চ্যালেঞ্জ কাপ’। তিনটি দল নিয়ে আয়োজিত এই ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবে নারী দলের দুটি ইউনিট এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ পুরুষ দল।

আগামী ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিকেএসপিতে হবে এই টুর্নামেন্ট। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। লক্ষ্য—বিশ্বকাপের আগে মেয়েদের বাস্তব পরিস্থিতিতে ঝালিয়ে নেওয়া।

নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, “সিলেট ক্যাম্পে এখন ১৮ জন আছেন। বিকেএসপিতে ক্যাম্পে আরও ২-৩ জন যোগ হতে পারে। এরপর চ্যালেঞ্জ কাপ শুরু হবে। সেপ্টেম্বরে ঢাকায় আরেকটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে।”

এর আগেও অনুরূপভাবে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল নারী দল, এশিয়া কাপের আগে।

জানা গেছে, আগামী ২০-২২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ দল ভারতে যাবে। সেখানে ২ অক্টোবর কলম্বোয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

তবে উদ্বেগের বিষয় হলো, এপ্রিলের বাছাইপর্বের পর টাইগ্রেসরা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিপরীতে অংশগ্রহণকারী অন্য দলগুলো বিশ্বকাপের আগে একাধিক সিরিজ খেলেছে।

বিশ্বমঞ্চে ভালো করতে হলে নিজেদের মধ্যকার ম্যাচগুলোতেই প্রস্তুতির ঘাটতি পূরণ করতে হবে নারী দলকে—এটাই মনে করছেন বিশ্লেষকরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে চারটি নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে...