31.9 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

বগুড়ায় ৮১০ বার্মিজ চাকু উদ্ধার, দোকানিদের বিক্রি না করার নির্দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও মার্কেটে অভিযান চালিয়ে ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে পুলিশ এই অভিযান চালায়।

উদ্ধার করা চাকুগুলো মার্কটের বিভিন্ন দোকানে বিক্রির জন্য মজুত করা ছিল। এ সময় দোকানিদের বার্মিজ চাকু বিক্রি না করতে বলা হয়েছে।

সম্প্রতি বগুড়ায় বার্মিজ চাকুতে হত্যা এবং কথায় কথায় বার্মিজ চাকুর ব্যবহার বেড়ে যাওয়ায় পুলিশ এ চাকুর বিরুদ্ধে অভিযানে নামে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, ‘উঠতি বয়সী তরুণরা বার্মিজ চাকু বেশি ব্যবহার করছে। শহরের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে যে খুন হয়েছে এবং ছুরিকাঘাত করা হয়েছে তা বার্মিজ চাকু দিয়েই হয়েছে। এ জন্য বার্মিজ চাকু বিক্রি বন্ধ করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ?

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর সেখানে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রতিদিনই ইসরায়েলি...