Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সারজামিন’-এর প্রচারপর্বে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বয়স, সৌন্দর্য ও সার্জারি নিয়ে মুখ খোলেন। পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত এই ছবিতে কাজলের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান।
সাক্ষাৎকারে তারকাদের সৌন্দর্য ধরে রাখতে নানা ধরনের সার্জারি, ফিলার ও বোটক্স নিয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, “যে যেভাবে নিজের চেহারা দেখতে ভালোবাসেন, সে সেভাবেই পরিবর্তন আনতে পারে। এটা একান্তই ব্যক্তিগত বিষয়।”
তিনি আরও বলেন, “বয়স বাড়াটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এটাকে ভয় পাওয়ার কিছু নেই বরং উপভোগ করতে জানতে হবে। যারা অল্প বয়সে পৃথিবী ছেড়ে যান, তারা তো সেই সুযোগই পান না। তাই বয়স বাড়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
নারী-পুরুষ উভয়েরই সৌন্দর্য রক্ষায় সার্জারির আশ্রয় নেওয়ার বিষয়ে কাজল বলেন, “শুধু নারীরাই নন, অনেক পুরুষ তারকাও এখন সার্জারি করছেন, কিন্তু তা নিয়ে সেভাবে আলোচনা হয় না। এটা দোষের কিছু নয়, বরং সম্পূর্ণ নিজস্ব পছন্দ। বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনর্থক।”
প্রসঙ্গত, ‘সারজামিন’ ছবির মাধ্যমে ইব্রাহিম আলি খানের বলিউডে অভিষেক হয়েছে। কাজল বর্তমানে বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত সময় পার করছেন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য বরাবরই পরিচিত।