29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অভিবাসন মহাপরিচালক ওয়াইবিএইচজি দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই বৈঠককে মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আলোচনায় উঠে আসে অভিবাসন সহযোগিতা, বিদেশি কর্মী ব্যবস্থাপনা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

সাক্ষাৎকালে হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, এমপ্লয়মেন্ট কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম এবং কাউন্সেলর মো. মুরশেদ আলম।

অন্যদিকে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে আলোচনায় অংশ নেন প্রবাসী সেবা বিভাগের পরিচালক আব্দুল হাদী বিন মোহাম্মদ, নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজওয়ান বিন আব মানান, বিদেশি কর্মী বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজিব বিন ইয়াসিন, ভিসা, পাস ও পারমিট বিভাগের উপপরিচালক এফা নুরজাইনানি বিন্তি জাফর এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলনিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।

সাক্ষাৎ শেষে ইমিগ্রেশন মহাপরিচালক জানান, দক্ষ, স্বচ্ছ ও কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নতুনভাবে আশা জাগিয়েছে দুই দেশের শ্রমবাজার ও অভিবাসন ব্যবস্থায় উন্নয়ন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্কঃ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পরিচালক রায়হান রাফীর এই বহুল...