29 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

কোনও অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস: সোহেল রানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

মুক্তিযোদ্ধা পরিচয় আজও কতটুকু মূল্য পায়? সেই প্রশ্ন যেন ছুঁড়ে দিয়েছেন প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা। রোববার নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ, কষ্ট আর হতাশার এক দীর্ঘশ্বাসে ভরিয়ে দেন দেশের চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধপ্রেমীদের হৃদয়।

সোহেল রানা লেখেন, ‘দুজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই। ২৫ জনের বসার ব্যবস্থা, কিন্তু দাঁড়িয়ে আছেন শতাধিক রোগী। সিনিয়র সিটিজেন কিংবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্র বা মুক্তিযোদ্ধা সনদের কোনো মূল্য দেখি না। কেবিন ভাড়া আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। এই সার্টিফিকেট বা আইডি কার্ড কী কাজে আসে, বুঝি না। কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস।’

এই পোস্ট থেকেই বোঝা যায়, চিকিৎসা নিতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনোরকম সহযোগিতা পাননি তিনি। হয়তো আরও বহু জায়গায় সম্মানটুকুও পান না—সেই আক্ষেপই ঝরেছে তার কথায়।

তিনি আরও লেখেন, ‘ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটকে।’

প্রসঙ্গত, অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামে পরিচিত, শুধু নায়ক নন—তিনি একজন খাঁটি মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় সক্রিয়ভাবে অংশ নেন। ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবেই তার যাত্রা শুরু। অভিনয়, প্রযোজনা, পরিচালনায় রেখেছেন শক্তিশালী ছাপ।

তবে, আজ ৭০ পেরোনো এই বীর যখন দাঁড়িয়ে থাকেন হাসপাতালের করিডোরে, তখন রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে যান—এই কি তার প্রাপ্য?

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...