27.6 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর সেখানে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় অনাহারে মারা যাচ্ছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। অথচ মানবাধিকারের কথা বলা বিশ্ব মোড়লরা রয়েছেন নীরব।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত ১৯৮৮ সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন। তখন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক মিশন জানায়, ১৩৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

২০২৪ সালে নতুন করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১০টি দেশ। এর মধ্যে রয়েছে চারটি ক্যারিবীয় দেশ—বাহামাস, বার্বাডোজ, জ্যামাইকা ও ত্রিনিদাদ ও টোবাগো। এছাড়া ইউরোপের পাঁচটি দেশ—আর্মেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও স্পেন এবং মেক্সিকোও এই তালিকায় রয়েছে।

তবে এএফপি বলছে, আগে স্বীকৃতি দেওয়া চারটি দেশ—চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পাপুয়া নিউ গিনিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বর্তমান পর্যন্ত ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবুও গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় এসব দেশের অবস্থান ও কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...