26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

নেটফ্লিক্সে আসছে আরিয়ান খানের ৬ পর্বের ওয়েব সিরিজ, চমক দেখাবেন শাহরুখ!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ শিগগিরই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। ছয় পর্বের এই সিরিজটি বলিউডের অন্ধকার দিক ও গ্ল্যামারের আড়ালের সত্য তুলে ধরবে বলে জানা গেছে।

পরিচালনায় আরিয়ান, প্রযোজনায় শাহরুখ!
‘ব্যাডস অব বলিউড’ পরিচালনা করেছেন আরিয়ান খান, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সিরিজটির শুটিং শেষ হয়েছে গত বছরের মে মাসে, এবং বর্তমানে এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

কাস্টিং ও বিশেষ চমক
সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লক্ষ্য ও মোনা সিং। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বলিউডের সুপারস্টারদের বিশেষ উপস্থিতি। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, ববি দেওল এবং বাদশাকে। এই তথ্য প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

শাহরুখ বললেন, “আমি শুধু নামে প্রযোজক”
সিরিজটির ঘোষণার সময় এক অনুষ্ঠানে শাহরুখ খান মজার ছলে বলেন,
“সবকিছু এরাই সামলে নিয়েছে। আমি শুধু নামে প্রযোজক। আমার কাজটা খুবই সোজা। আসল কাজ করে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও প্রোডাকশনের লোকজন। আমি তো শুধু একটা ব্লাডি স্টার!”

কবে মুক্তি পাচ্ছে?
নির্দিষ্ট মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে সূত্র বলছে ২০২৫ সালের প্রথমার্ধেই এটি নেটফ্লিক্সে দেখা যাবে।

আরিয়ান খানের এই ওয়েব সিরিজ নিয়ে ইতোমধ্যেই বলিউডে আলোড়ন শুরু হয়েছে। শাহরুখ খানের ছেলের প্রথম পরিচালিত সিরিজ কেমন হয়, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...