Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই ঝড় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে ঝড়টি আঘাত করলে মুহূর্তেই ঘরের চাল উড়ে যায় এবং ঘরের ভেতরের সব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল গতির বাতাস ঘরের চালসহ কাঠামো উল্টে-পাল্টে দেয়। যদিও ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, তবে তা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হলো। ঘর কাঁপতে থাকে, তারপর একেবারে ধসে পড়ে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব, বুঝতে পারছি না।’
দুর্যোগের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের সহায়তায় ঘরের ধ্বংসাবশেষ ও আসবাবপত্র সরিয়ে ফেলা হয়।
এদিকে, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি।