Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে অন্যতম বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।
রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা।
তিনি জানান, একনেকের ১০ নম্বর এজেন্ডা হিসেবে উত্থাপিত হয় এই প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা। এই ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুরনো অবকাঠামো ভেঙে আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মোট ৪১টি বহুতল ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে এই প্রকল্পে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল, ৮টি একাডেমিক ভবন, আবাসিক শিক্ষকদের জন্য ৯টি ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, ৬তলা মেডিকেল সেন্টার, রেজিস্ট্রার ভবনের একাংশ ভেঙে একটি ২০তলা এবং একটি ৪তলা প্রশাসনিক ভবন, চারতলা বিশিষ্ট কেন্দ্রীয় মসজিদ, গ্যালারি ও ডরমিটরি, খেলাধুলার জন্য মাঠ উন্নয়নসহ আরও বেশ কিছু অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।